নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে কোন কম্পিউটার/ সার্ভার যুক্ত আছে কিনা এবং নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে কতক্ষণ সময় নিতে পারে সেটি পর্যবেক্ষণের জন্য ‘ping’ করা হয়। ping করার জন্য যে কম্পিউটার ping করবো তার Computer Name/ Domain Name জানা থাকতে হবে। তাছাড়া সরাসরি URL (Uniform Resource Locator- একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলা হয়) বা IP (Internet Protocol) address দিয়েও ping করা যায়। Computer Name/ Domain Name জানার জন্য Windows এর ক্ষেত্রে desktop থেকে My Computer/ This PC এর উপর right button click করে Properties এ যেতে হবে। সেখান থেকে নিচের দিকে খেয়াল করলে Computer Name/ Domain Name পাওয়া যাবে।
|
My-Computer-or-This-PC-properties |
‘ping’ করার নিয়ম হচ্ছে যে কম্পিউটার থেকে ‘ping’ করতে চান সেই কম্পিউটারের ‘run’ কমান্ডে গিয়ে লিখতে হবে ‘cmd’. Enter দেওয়ার পর কালো একটি পর্দা প্রদর্শিত হবে। সেখানে গিয়ে লিখতে হবে ‘ping স্পেস দিয়ে যে কম্পিউটার ping করতে চান সেই কম্পিউটারের Computer Name/ Domain Name অথবা URL বা IP address টাইপ করতে হবে’। তারপর এন্টার চাপতে হবে। যেমন- ping ilc01
নিচে ৩টি অবস্থা তুলে ধরা হলো।
|
When-PC-in-Network |
|
When-PC-ON-but-NO-Network |
|
When-PC-was-Shutdown |
No comments